বাংলাবাজার আঞ্চলিক যুবদলের উদ্যোগে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান
অজানার পথে
এম আর আমিন :
(১) বুক ভরা কষ্ট আর জ¦ালা নিয়ে সেই আজো বেঁচে থাকা। দুঃখ যন্ত্রনা কত কঠিন জীবনের পথ কত কাঁটা বিছানা তা ভুক্ত ভোগীর চেয়ে কেউ ভালো জানেনা। মানুষ সৃষ্টির সেরা জীব মানুষকে বিশেষত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। মানবিক গুন দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। মানবিক গুন দ্বারা মানুষ জীবন পরিচালনা করে থাকে। ঠিক তেমনি চারিদিকের মানুষকে আপনজন মনে করে ভালোবাসা দিয়েও বিনিময়ে আঘাত আর অবহেলা ছাড়া অথবা ঘৃনা ছাড়া আর কিছুই পাওয়া হয়নি। অনেকে আবার ভূল বুঝে কষ্টও দেয়। বড় আশা থাকে জীবনকে সুন্দর করে সাজাতে। সে আশা অনেকের অপূর্নই রয়ে যায়। দারিদ্রতার কষাঘাতে প্রচন্ড প্রতিকুল অবস্থায় জীবনকে আর কতদূর নেওয়া যায়। পৃথিবীতে কিছু মানুষ আসে জীবন জুড়ে যুদ্ধ করে যেতে আর কিছু মানুষ আসে সাজানো সা¤্রাজ্য ভোগে। অন্তহীন দহনে যার ভিতর ক্ষয়ে ক্ষয়ে যায় একদিন অবিরাম বেদনা আর নীরব অভিমান নিয়ে তাকে অজানার উদ্দেশ্যে চলে যেতে হয়। জীবনে কত টাকার প্রয়োজন তা শুধু ভূক্তভোগীরাই জানেনা বিত্তহীন বা গরীবের সন্তানদের সকল আশা সকল স্বপ্ন অপূর্নই থেকে যায়। জীবন ভরে যায় হতাশায়। সকল আশা, সকল স্বপ্ন যখন ভেঙ্গে যায় তখন জীবন থমকে দাঁড়ায়। জীবনের গতিপথ উল্টোপথে চলতে শুরু করে।
জীবন বীনার তার অকালেই ছিড়ে যায়। জীবনটা চলে আকাঁ বাকাঁ পথে। যে পথে শুধু কাঁটা বিছানো আছে। কারো জায়গা হয় বস্তীতে কেউ হয়ে যায় টোকাই। আবার এদেরকে পথকলিও বলা হয়। কারো স্থান হয় অন্ধকার গলিতে। নি:শেষ হয়ে যায় পড়ালেখা করে মানুষ হওয়ার স্বপ্ন। টাকার জন্য মানুষ কত কিনা করে? এ টাকার জন্য অনেক মেধাবী জীবন অপরাধ চক্রের সাথে জড়িয়ে পড়ে। অনেকে আবার টাকার অভাবে পড়ালেখা ছেড়ে দেয়। হতাশার এক অন্ধকার জগতে তারা জীবনকে ডুবিয়ে দেয়। বিত্তহীন পিতামাতা সন্তানদের ¯েœহ দিয়ে ভালোবাসা দিয়ে যতই এগোনোর চেষ্টা করে টাকার অভাবে সকল আদর, ভালোবাসা পানসে হয়ে যায়। বাবা মা সব সময় সন্তানদের মঙ্গল কামনা করে। সন্তানকে লেখাপড়া করে বড় করার জন্য যে অর্থকড়ি প্রয়োজন তা যদি মেটাতে সক্ষম না হয় তখন এসব সন্তানেরা এক ধরনের হতাশায় ভোগে। যা তাদের জীবনের উপর প্রভাব ফেলে। তারপর জীবনটা উল্টোপথে চলতে থাকে। অনেকের জীবন সকল আশা সকল স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। জীবনের সুন্দর স্বপ্নগুলো অন্ধকারে হারিয়ে যায়। বিত্তহীনদের টাকার অভাবে তাদের সকল আশা ধুলায় মিশে যায়। অনেক বিত্তহীন পরিবারের মেয়েরা পরিবারের সুখের জন্য নিজেদেরকে ধনী শ্রেনীর বিনোদনের পন্য হিসেবে ব্যবহৃত হয়। বিত্তহীন পরিবারের অনেক ছোট ছোট শিশুরা ঝুঁকিপূর্ন কাজ করতে বাধ্য হয়। অনেক শিশু কুলি থেকে শুরু করে দিন মজুর হিসেবে ব্যবহৃত হয়। এরা কখনো কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেনা। শুধু দু, বেলা দু মুঠো ভাত পরিবারের সদস্যদের মুখে তুলে দিতে নিজেদেরকে বিলিয়ে দেয়। অথচ এ বয়সের ছেলেমেয়েরা স্কুলে যায়। লেখাপড়া করে। নিজেদের স্বপ্ন স্বার্থক করে তোলে। অনেক পথশিশু টোকাই হতে মাস্তান, সন্ত্রাসী, অস্ত্রধারী, এমনকি মাদক কারবারী হিসাবে মাফিয়াদের হাতের পুতুল হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। দারিদ্রতার লেবাস গায়ে থাকলে কামনা বাসনা আশা ভালবাসা সবকিছু আধারে হারিয়ে যায়। জীবনের একটা অধ্যায় স্তব্দ হয়ে পড়ে। অনেকে ছিটকে পড়ে সমাজ ও রাষ্ট্রের মূল ¯্রােতধারা থেকে। জীবনের আকাঁবাকাঁ পথে চলতে হয় সম্পূর্ন একা। এ পথ ফুলে ফুলে ঢাকা নয়। কাঁটা বিছানো পথ। এ পথে চলতে হয় দূর্ভাগা মানুষের। এ মানুষ গুলো জানেনা সামনে তাদের কি অবস্থা হবে ?
পৃথিবীতে টাকাই সব। টাকা থাকলে বাবা মার কাছে সন্তান হয় আদরের। স্ত্রীর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয় তার স্বামী। টাকা থাকলে সন্তানদের কাছে বাবা মা অনেক শ্রদ্ধার। বোন হয় অনেক আপন। সব কিছুতেই টাকার খেলা। টাকা ছাড়া কোথাও কোন কাজ হয় না। জীবনে চলার পথে টাকাই একমাত্র সাথী হতে পারে। যার টাকা আছে তার সবই আছে। বৈধ হোক আর অবৈধ হোক টাকাই সবকিছু বদলে দিতে পারে। যার টাকা নেই তার কিছু নেই। তাকে সমাজে রাষ্ট্রে কোথাও মূল্য দেওয়া হয়না। পৃথিবীতে টাকারই খেলা চলছে। টাকা উপার্জনের বিভিন্ন উপায় আছে। তবে মূলত দুইভাবে টাকা উপার্জন করা যায়। বৈধ ভাবে এবং অবৈধভাবে। সব মানুষের টাকার প্রয়োজন আছে। তবে কিছু কিছু মানুষের টাকার প্রয়োজন অত্যন্ত বেশি। প্রয়োজনের তুলনায় বেশী টাকা আয় করতে বেছে নিতে হয়।
অপরাধের পথ। এ পথে একবার গেলে আর কেউ ফিরে আসতে পারেনা। টাকা ছাড়া জীবন থেমে যায়। টাকাওয়ালারা গরীব মানুষকে খুব একটা ভাল চোখে দেখেনা কিন্তু বিধাতা কি আর সবাইকে অর্থকড়ির মালিক করে পাঠিয়েছে? গরীবের অতৃপ্ত হাহাকার শোনার কেউ নেই। আর্তনাদ করতে করতে একদিন তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মায়াভরা পৃথিবী কতটা নিষ্ঠুর তা তারা ভালভাবে বুঝতে পারে। টাকা দিয়ে সবই হয় তবে টাকা দিয়ে ¯েœহ মায়া মমতা ভালবাসা কেনা যায়না। আর একটি হলো টাকা দিয়ে মৃত্যু ঠেকানো যায়না। টাকা মৃত্যু ঠেকাতে পারেনা। ¯েœহ, মায়া মমতা প্রেম-ভালবাসা, শ্রদ্ধা, সম্মান ভক্তি টাকা দিয়ে কেনা যায়না। এক সময় পৃথিবীতে মানুষের মধ্যে অন্তরাত্তা থেকে সুন্দর একটা সম্পর্ক ছিল। পৃথিবী আধুনিক হতে হতে সেই মানুষের অন্তরটা আবেগ হীনতায় ভরে গেছে। আবেগ হীনতার এই যুগে যা দেখা যায় তা হলো শুধু অভিনয় এখানে ¯েœহ মায়া মমতা বলতে কিছু নেই।
আছে শুধু স্বার্থের জন্য প্রয়োজনীয়তা। প্রেম ভালবাসা টিকিয়ে রাখতেও টাকা লাগে। টাকা যেন এখন মানুষকে চালায়। এক সময় মনুষত্ব মানুষকে চালাতো এখন আর সেটাও একেবারে বিদায় নিয়েছে। ক্ষমতা আর টাকা যদি কারো থাকে তবে সে আর মানুষকে মানুস মনে করেনা। বিত্তহীনদের টাকা পয়সা নেই হয়তো তারা ভালোবাসা দিতে পারে। টাকা ছাড়া ভালোবাসা সেখানে অসহায় হয় কারন অভাবের কাছে প্রেম অসহায়। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এখন এটা প্রযোজ্য। স্ত্রীর চাহিদা মেটাতে না পারলে সেখানে ডিভোর্সের মত ঘটনাও ঘটে। যা কোন ভাল কাজ হতে পারেনা। আধুনিক জগতে স্ত্রীর যদি টাকার মালিক হতে পারে তাহলেতো আর কোন কথাই নাই। স্বামী সেখানে চাকরের মতো থাকতে হয়। আজব এই দুনিয়ায় সব কিছু যেনো এলামেলো হয়ে গেছে। কোথাও ভালোর কোন দাম নেই। জীবন যে শিক্ষা দিয়েছে তা কোন বইয়ের পৃষ্ঠায় লেখা ছিলনা। অর্থশূন্যতা দেখা দিলে বুঝবে পরিবারও তোমাকে ভালো চোখে দেখবেনা। পাশেও থাকবেনা। বিত্তহীন বাবা মায়ের সন্তানরাই পৃথিবীর আসলরুপ দেখতে পায়। মধ্যবিত্ত হয়ে জন্ম নেয়া সহজ কিন্তু ঁেবচে থাকা অনেক কষ্টকর। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। জীবনটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, না ভালো আছি, না খারাপ আছি, কেমন আছি নিজেও জানিনা। আমরা মানুষ হিসেবে পরিচয় দেই তবে মানুষ হিসেবে প্রমান করাটা কঠিন। চারপাশে তাকিয়ে দেখি চেনা জনপদ অচেনা মুখ, সেখানে মানুষ আছে, প্রান আছে আনন্দ নেই। জোঁক খুব কাপুরুষ সে সন্তর্পনে রক্ত খায় যেমন হামাগুড়ি দেওয়া এক সময়ের মানুষেরা জোঁকের মতো তাই করছে। ভাবছি তাদের দেহটা আছে মানুষটা নেই, ছিলনা কখনো, মেরুদন্ড পিঠে থাকেনা, মস্তিষ্কে থাকে। একটি ক্ষুধার্ত পেটে, একটি খালি পকেট আর একটি ভাঙ্গা হৃদয় যা শিক্ষা দেয় তা পৃথিবীর কোন বই পড়ে শিক্ষা গ্রহন করা যাবেনা কখনো। পৃথিবীতে কেউ অর্থের কাঙ্গাল, কেউ সুখের কাঙ্গাল কেউ আবার ভালোবাসার কাঙ্গাল। এর কোনটাই কারো কারো ভাগ্যে জোটেনা তাদের মতো দুর্ভাগা কেউ কি আর পৃথিবীতে আছে? তবে সব কটাও একজনই পায়না। কেউ সুখের সন্ধানে ব্যস্ত, কেউ আবার টাকার জন্য পাগল। কেউ শুধু ভালবাসার জন্য নিজের জীবন বিসর্জন দেয়। তবে অভাবের কাছে ভালবাসা অসহায় চারপাশটা বড় অদ্ভুত।