ভোলায় বজ্রপাতে ২ এবং গলায় ফাঁস দিয়ে ১ জনের মৃত্যুর অভিযোগ
ভোলার বাণী ডেস্ক ॥ ভোলায় বজ্রপাতে ২জন এবং গলায় ফাঁস লাগিয়ে ১জন আত্মহত্যা করার অভিযোগসহ মোট ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকাল ও বিকেলে ভোলা সদর উপজেলার চরসামাইয়া, পূর্ব ইলিশা এবং রাজাপুরে এ ঘটনা ঘটে। পৃথক ৩ জায়গা থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ভোলা সদর থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, সোমবার সন্ধ্যায় মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ফরিদ চৌকিদারের মৃত্যু হয়। তিনি পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের রুহুল আমিনের ছেলে। এছাড়া মঙ্গলবার সকালে চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের মো: মোতাছিন মিয়ার ছেলে পাবেল হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। তবে পাবেল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে বিকেলের দিকে নিজ বাড়ির উঠনে কাজ করছিলেন রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের সালাম পন্ডিতের স্ত্রী শমিরন বেগম। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি ৬ সন্তানের জননী। এ ঘটনায় পৃথক পৃথক স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। পৃথক ৩টি ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।