দৌলতখানে ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জনসচেতনতা সভা
রোমানুল ইসলাম সোহেব ॥ ভোলার দৌলতখানে ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে দৌলতখান পৌরসভার স্লুইস গেট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা মৎস্য বিভাগ।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরীর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সামুদ্রিক মৎস্য জরিপ ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলীপ কুমার সাহা। অন্যদের মধ্যে মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আনিস্জ্জুামান, জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, দৌলতখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি শ ম ফারুক, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি জাকির আলম, মৎস্যজীবী সমিতির নেতা আবুল কাশেম মাঝি প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষা পেলে আমাদের মৎস্যসম্পদ আরও বাড়বে। ইলিশের প্রজনন মৌসূমে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়া¯্রমে ইলিশসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। এ সময়ে জেলেদের মাঝে সরকারিভাবে চার বিতরণ করা হবে। এসময় কোস্টগার্ড, নৌপুলিশ, আনসার বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, দৌলতখান প্রেসক্লাবের সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ জেলেরা উপস্থিত ছিলেন।