ভোলায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ ভোলায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের সিসি কমিউনিটি গ্রুপের সদস্যদের জন্য ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। জিজেইউএস হল রুমে আয়োজিত সভয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থ্যা সভার আয়োজন করে।
জিজেইউএস এর উপ পরিচালক গোপাল চন্দ্র শিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মেডিকেল আফিসার ডা. টুম্পা ইসলাম, সঞ্চালনায় করেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) মোহাম্মদ মাসুম বিল্লাহ। ওরিয়েন্টেশনে সিএসসিপি ও কমিউনিটি ক্লিনিকের পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেয়।