আন্তঃশ্রেনী ফুটবল টুর্নামেন্ট : নবমকে হারিয়ে চ্যাম্পিয়ন দশম
স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানের স্বনামধন্য বিদ্যাপিঠ নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলায় নবম শ্রেণীকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের ট্রফি, বিজেতা এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক দলকে পুরস্কৃত করা হয়।
জানা গেছে, আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি দুপুরে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে এক দল অপর দলকে আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা এগিয়ে যেতে থাকে। খেলার এক পর্যায়ে নবম শ্রেণী এক গোল করে এগিয়ে যায়। এ সময় নবম শ্রেণীর ছাত্র-ছাত্রী ও দর্শকরা চিৎকারের মাধ্যমে আনন্দ-উল্লাশ করতে থাকে। তাদের পছন্দের দলকে করতালি-বাশি বাজিয়ে ও বিভিন্নভাবে উৎসাহ-উদ্দিপনা দিতে থাকে। চলে আক্রমন আর পাল্টা আক্রম। প্রথমার্ধের খেলার এক পর্যায়ে ২৬-২৭ মিনিটের দিকে দশম শ্রেীণ গোল দিয়ে খেলায় সমতা আনে। এরপর ৩০ মিনিট খেলার পর বিরতিতে যায় দুই দল।
বিরতি শেষে পুনরায় খেলা শুরু হয়। খেলার গতি আরো বৃদ্ধি পায়। চলতে থাকে আক্রমন আর পাল্টা আক্রমন। ১-১ গোলে খেলা ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল খেলা। কিন্তু খেলা শেষ হওয়ার ঠিক ৩ মিনিট পূর্বে নমব শ্রেণীর এক খেলোয়ারের হাতে ডি-বক্সের মধ্যে বল লাগে। এতে প্লান্টিকের সুযোগ পায় দশম শ্রেণী। ওই সুযোগগে গোল করে এগিয়ে যায় তারা। এ সময় দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী ও সমর্থকরাও উল্লাশে ফেটে পড়েন। উভয় দলের খেলা দেখতে এলকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাঠের চর্তুদিকে ভীড় জমায়। পরে আরো ২-৩ মিনিট খেলা চলে। নবম শ্রেণী খেলায় সমতা ফেরাতে না পাড়ায় দশম শ্রেণী ২-১ গোলের ব্যবধানে বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী-বিজিতা ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে বিজয়ী নবম দলকে ট্রফি প্রদান করা হয়। ট্রফি তুলে দেন নলগোড়া এলাকার সমাজসেবক মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাইনুদ্দিন ডাক্তার, ফয়েজ শরীফ, ফারুক ডাক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ মুহা: মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। পুরো টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গনিত) আতিকুর রহমান মিরাজ, রামকৃষ্ণ সিং (কৃষি শিক্ষা) ও ল্যাব এ্যাসিসটেন্ট রেজাউল করিম দোলন। পুরো টুর্নামেন্টের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক (আইসিটি) শরীফ হোসাইন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।