ভোলায় জুয়া খেলায় বাঁধা দেয়ায় বৃদ্ধকে ছুরি মেরে হত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টার ॥ জুয়ার আসরে বাঁধা দেয়াকে কেন্দ্র করে মো: নাছিম (৫৫) নামে এক ব্যক্তির উপর ছুরি দিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালায় একদল দুবর্ৃৃত্তের দল। ভোলা সদর উপজেলার শিবপুর ৬নং ওয়ার্ডের একাব্বর পন্ডিত বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাছিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মো: নাছিম এর ছেলে শাকিল জানান, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০ টায় বাড়ির পাশে মো: তাকবির (২০), পিতা. আল আমিন। মো: মিজান, পিতা: সিরাজ। মো: শাহিন (২২), পিতা: আলমগীরকে জুয়া খেলতে দেখে আমার বাবা তাঁদেরকে নিষেধ করে। এ সময় কিছু বুঝে উঠার আগেই তাকবির (২০) ছুড়ি দিয়ে মুখমন্ডলে আঘাত করে। তারপর শাহিন (২২) তাকে পিছন থেকে ধরে রাখে এবং মিজান (৩০) তাকে এলোপাতাড়ি রড দিয়ে আঘাত করে। হামলায় দিশেহারা হয়ে ডাক চিৎকার দিলে আমি উদ্ধারের জন্য ছুটে আসি। তখন আমাকেও এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করে। এ ঘটনায় নাছিম এর ছেলে মোঃ শাকিল বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মো: নাছিম এর মাথায় সমস্যা থাকার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তিনি ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে অভিযুক্ত তাকবির এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ইচ্ছে করে কিছু করিনি; ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি টিনের উপর গিয়ে পরে আহত হন। ভোলা সদর মডেল থানার এসআই মোঃ সোহেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।