বিএনপি’র কেন্দ্রীয় নেতা শওকত হোসেন দিদার হত্যার প্রতিবাদে ভোলায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আশরাফুল আলম সজিব ৷৷ গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রিড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সহ ৩০ জন আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ভোলা শহরে এ বিক্ষোভ মিছিল করে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দকার আল আমিন এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টি উপেক্ষা করে ভোলা কালীনাথ রায়ের বাজার জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাস্কুল মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় উপস্থিত ছিল জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোনতাছির আলম রবীন চৌধূরী, জাকির হোসেন মনির, লুকু চৌধুরী, মীর রনি, মেঃ হিরন, আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ভোলা সদর উপজেলা আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব ইয়াকুব শাহ জুয়েল, পৌর আহ্বায়ক অজিউল্যাহ সূমন। এছাড়াও উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।