ভোলায় বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের যুগ্ম মহাসচিবকে সংবর্ধনা
ভোলার বাণী রিপোর্ট ॥ মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ ও ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম নির্বাচিত হওয়ায় ভোলা সদর উপজেলা জামিয়াতুল মোদাররেছিনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভোলা আলিয়া মাদরাসার হল রুমে এ সংবর্ধনা দেয়া হয়।
ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামিয়াতুল মোদাররেছিনের সাধারণ সম্পাদক ভোলা কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল বাশার মোঃ আব্দুর রহিম, জমিয়াতুল মোদাররেছীনের জেলা সহ-সভাপতি ও মৌলভীরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম, ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সম্পাদক ও দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হারুন, জেলা জমিয়াতুল মোদাররেছীনের দপ্তর সম্পাদক ও দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শাহজাহান, পশ্চিম ধনিয়া আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আবু সুফিয়ান, চর পাঙ্গাশিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ আমির হোসেন, রুহিতা এ রহমানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মুছা কালিমুল্লাহ, রাড়ির হাট দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুল খালেক, আলহাজ্ব আবদুল মান্নান দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইয়াছিন, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ ইয়াকুব আলী।
এ সময় প্রধান অতিথি বলেন, আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের দক্ষ নেতৃত্বেই মাদরাসা শিক্ষার মাধ্যমে দেশের শিক্ষা বিস্তারে বিশেষ ভুমিকা পালন করছে। মাদরাসা শিক্ষা এখন অনেক এগিয়েছে। অনেক বিত্তশালী পরিবারের ছেলেমেয়েরা মাদরাসায় লেখা পড়া করে উচ্চতর ডিগ্রি অর্জন করে শিক্ষা বিস্তারে বিশেষ ভুমিকা পালন করছে। দেশের সাধারণ শিক্ষার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করেই এগিয়ে চলছে মাদরাসাগুলো। মাদরাসার ছাত্ররা বিসিএস পরীক্ষাসহ সরকারি চাকরিতে পরীক্ষা দিয়ে সাফল্য দেখাচ্ছে।
তিনি আরো বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আলাদা মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা,স্কুল – কলেজের প্রধানদের সাথে মাদরাসার সুপার/অধ্যক্ষের বেতন বৈষম্য দূর, মাদরাসায় বিষয় ভিত্তিক অনার্স চালু। এসবের নেতৃত্ব দিয়েছে মাদরাসা শিক্ষকদের একক ও একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন। সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থেকে এসব দাবি আদায় করেছেন। আগামী দিনেও জমিয়াতুল মোদাররেছীনের মাধ্যমেই সকল দাবি আদায় হবে এজন্য জমিয়াতুল মোদাররেছীনের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় সদস্য ও পিরোজপুর জেলা সেক্রেটারি, বাইতুলহুদা দাখিল মাদরাসার সুপার মাওলানা ফারুক আহমদ হাওলাদারের ওপর কিছুসংখক মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। এহেন অপ্রিতিকর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।