সর্বশেষঃ

ভোলায় খাঁন বাহাদুর নূরুজ্জামানের ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত

ভোলার বাণী রিপোর্ট ॥ সাবেক এমবিই ও বিশিষ্ট আইন বিশারদ, ভোলার গণ মানুষের নেতা, দানবীর মরহুম এডভোকেট খাঁন বাহাদুর নূরুজ্জামান’র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে রশিদ ফাউন্ডেশন, বাংলাদেশ ও ভোলার ডায়াবেটিক হাসপাতাল যৌথ উদ্যোগে মরহুমের কর্মময় জীবনের উপর এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে খলিফাপট্টি ফেরদাউসিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্রদের নিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, শিক্ষক আবু তাহের, ডায়াবেটিস হাসপতালের ম্যানেজার মাকসুদুর রহমান এবং অত্র মাদরাসার শিক্ষক-ছাত্ররা উপস্থিত ছিলেন। দোয়া-মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।
উল্লেখ্য, মরহুম খাঁনবাহাদুর নূরুজ্জামান ১লা জানুয়ারী ১৮৯৫ ইং তারিখে বর্তমান ভোলা জেলার পুরাতন দৌলতখান থানায় তদান্তিন মহকুমার বিজয়পুর নামক গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শেহালুদ্দিন মুন্সী ওরফে সেলু মুন্সী। ওই সময় বর্তমান ভোলা জেলা দক্ষিণ শাহাবাজপুর নামে পরিচিত ছিল। সেলু মুন্সীর একটি পাকাবাড়ী ছিল এবং চারদিকে ইটের দেওয়াল ছিল। তিনি ইসলাম ও সাধারণ জ্ঞান সম্পন্ন, ইংরেজী ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন। অবশেষে মহান এই কর্মবীর খাঁনবাহাদুর নূূরুজ্জামান ১৯৭২ সালের ১২ সেপ্টেম্বর ৭৭ বছর বয়সে তাঁর ভোলা শহরের উকিলপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের এই দিনে ভোলাবাসী তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।