সর্বশেষঃ

থানায় লিখিত অভিযোগ দায়ের

ভোলায় যুবদল সভাপতিসহ নেতা-কর্মীদের উপর হামলা ॥ গাড়ী ভাংচুর, কয়েক লাখ টাকা ছিনতাই

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় জেলা যুবদল সভাপতিসহ নেতা-কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। ২০১৮ সালের ২৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লালমোহন উপজেলার ডাওরী বাজার যুবলীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমোহন থানায় ৩০ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও আরো ২০-২৫ জন অজ্ঞাতনামা লোকজন ছিল।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ভোলায় জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিনসহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দদের নিয়ে ২০১৮ সালের ২৯ নভেম্বর সকাল ৯টার দিকে ৪টি মাইক্রোবাস যোগে নেতা-কর্মীদের নিয়ে ভোলা সদর থেকে চরফ্যাশন উপজেলার দিকে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তাদের মাইক্রোবাসগুলো লালমোহন উপজেলার ডাওরী বাজার যুবলীগ অফিসের সামনে পৌছলে পূর্ব পরিকল্পিতভাবে হকিষ্টিক, রাম দা, বগি দা, চাপাতি নিয়ে মোঃ আক্তার হোসেন হাং ও রাজীব হাং এর নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল একটি ট্রলি তাদের মাইক্রোবাসের সামনে আড়াআড়িভাবে দাড় করিয়ে অতর্কিত হামলা চালিয়ে চুর্ণ-বিচুর্ণ করে ফেলে। এ সময় তারা মাইক্রোবাস থেকে না নামার কারণে রাজীব হাং মাইক্রোবাসসহ তাদেরকে পুড়িয়ে মারার জন্য পেট্রোল নিয়ে আসে। এ সময় তারা উপায়ন্তর না পেয়ে গাড়ী থেকে নেমে আসলে তারদেরকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন অস্ত্র-সস্ত্র নিয়ে মারধর করে। এ সময় ৪টি মাইক্রোবাসে থাকা নেতা-কর্মীদের কাছ থেকে নগদ টাকাসহ মোবাইল অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের হামলায় সেখানে ওই সময় রনক্ষেত্রে পরিনত হয়। এ সময় তারা ২টি মাইক্রোবাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ভষ্মিভূত করে দেয়। এ সময় যুবদল সভাপতি বাকি যে কয়টি মাইক্রোবাস অবশিস্ট ছিল তাতে করে নেতা-কর্মীদের নিয়ে ভোলা চলে আসেন চিকিৎসার জন্য। তারা হাসপাতালে ভর্তি হলে ওই সকল আসামীদের লেলিয়ে দেয়া বাহিনী ভোলা সদর হাসপাতালকে ঘিরে ফেলে এবং পুনরায় তাদের উপর হামলা চালানোর প্রস্তুতি নিতে থাকে। এমন খবর পেয়ে যুবদলের নেতা-কর্মীরা যে যার মত হাসপাতাল থেকে সরে পড়েন। পরবর্তীতে তারা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। ওই সময় আসামীগণের দলীয় প্রভাব থাকায় মামলা করা সম্ভব হয়নি। তাই রবিবার (৮ সেপ্টেম্বর) জামাল উদ্দিন বাদী হয়ে লালমোহন থানায় একটি অভিযোগ দায়ের করেন। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, একটি অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।