সর্বশেষঃ

ভোলায় দিনমজুরের বাড়ীতে হামলা-লুট ॥ অভিযুক্ত সন্ত্রাসী চিকনা মাকসুদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় এক নারী সন্ত্রাসীর নেতৃত্বে হেজু নামের এক দিন মজুরের বসত বাড়ীতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিগত ২২ আগষ্ট শহরতলীর আলীনগর ইউনিউনের ৫নং ওয়ার্ডে ভিক্টিমের বাড়ীতে এ ঘটনার পর ৯ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের হয়। যার নম্বর-১৪। এরপর পুলিশ ঘটনায় অভিযুক্ত মামলায় এজাহার নামীয় আসামী মাকসুদকে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাকসুদ আলীনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান চাপরাশীর ছেলে। মামলার অপর আসামী ঝুমুরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অত্র মামলার বাদী ভিক্টিম মুক্তা বেগম তার মামলায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, আসামী ঝুমুর বেগম তার পালক বোন। এই বোনকে কয়েকমাস পূর্বে সমিতি থেকে টাকা লোন নিয়ে দিয়েছিলো। কিন্তু একপর্যায়ে ওই টাকা পরিশোধ না করে ঝুমুর নানা তালবাহানা করতে থাকে। ওই লেনদেনকে কেন্দ্র করে ঝুমুর তার প্রেমিকা মাকসুদসহ কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ঘটনার দিন মুক্তার বাবা হেজু মিয়ার ঘরে অনধিকার প্রবেশ করে ব্যাপক হামলা, লুটপাট ভাংচুর চালায়। বিষয়টি নিয়ে এলাকায় গণমান্যদের নিয়ে মিমাংসার চেষ্টা করেও স্থানীয়রা ব্যর্থ হন। অবশেষে ঘটনাটি মামলায় গড়ায়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমূল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত আসামী মাকসুদ ওই বাড়ীতে হামলাকালে ভিক্টিম মুক্তার কাপড়-চোপড় ছিড়ে তাকে শ্লীলতাহানি করে। ওই বাড়ি থেকে আসামিরা নগদ টাকা, স্বর্ণা লঙ্কার, মোবাইল ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনায় অভিযুক্ত অপর আসামী ঝুমুর বেগমসহ অন্যরা পলাতক রয়েছে, তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া রয়েছে বলেও জানান এসআই নাজমূল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।