সর্বশেষঃ

ভোলা জেলা পুলিশের ইতিহাস বই’র মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলা পুলিশের ইতিহাস বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ভোলা পৌরসভার হলরুমে প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ বইর মোড়ক উন্মোচন করেন।
বইটির লেখক পুলিশ সুপার মাহিদুজ্জামান ও আলহাজ্ব মোহাম্মদ শওকত হোসেন বক্তব্যে বইটি রচনার সময়ের নানা অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, বইটি রচনা করতে গিয়ে অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে যা একজন গবেষক হিসেবে একনিষ্ঠ ধৈর্যের সাথে তাদের মোকাবেলা করতে হয়েছে। দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও লেখক পুলিশ সুপারের বদলি জনিত কারণে সময় সল্পতা হওয়ায় তাদের চাপ নিতে হয়েছে। এছাড়াও তারা জানান, ভোলা জেলা পুলিশের ইতিহাস বই থেকে আগামী প্রজন্ম অনেক তথ্যবহুল ভোলার পুলিশি ইতিহাস জানতে পারবে। বইটিতে ১৮৬৫ সালে সাব ডিভিশন থেকে পুলিশি সেবা ২০২৪ সাল পযর্ন্ত তুলে ধরা হয়েছে।
এছাড়াও ছাত্র জনতার গণঅভ্যুত্থান ২০২৪ অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে, পুলিশ সুপার মাহিদুজ্জামান বলেন, ‘ভোলা জেলা পুলিশের ইতিহাস’ বই প্রকাশ করাটা কাকতালীয়। হঠাৎ করেই হয়ে গেছে। ভোলা জেলা ইতিহাসের লেখক প্রবীণ সাংবাদিক মোহাম্মদ শওকত হোসের বইটি পড়ে অনুপ্রেরণা হয়ে হঠাৎ করেই এই বইটি লেখার সিদ্ধান্ত নিয়েছি। তবে বইটি প্রকাশের সবচেয়ে বেশি অবধান রয়েছে প্রবীণ সাংবাদিক শওকাত হোসেন। শেষে পুলিশ সুপার জনবান্ধন পুলিশ গঠনে সকলের সহযোগিতার কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ভোলা জেলা পুলিশের ইতিহাস বইটি পড়ে অত্যন্ত মুগ্ধ হয়েছি। বইটিতে পুলিশি সেবার পাশাপাশি জেলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে এনেছেন। যা আগামী প্রজন্ম অনেক কিছু এই বই থেকে জানতে পারবেন। বই প্রকাশনা একটি বিশাল চ্যালেঞ্জের কাজ। পুলিশ সুপার মাহিদুজ্জামান ও দৈনিক আজকের ভোলার সম্পাদকের চ্যালেঞ্জে অনুপ্রেরণা হয়ে ভোলা জেলা প্রশাসকের ইতিহাস লেখারও আশা ব্যক্ত করেন তিনি।


এসময় বইর লেখক জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান এর সভাপতিত্বে ও তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, ভোলা জেলা পুলিশের ইতিহাসের লেখক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শওকত হোসেন, ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের কমান্ডার রিফাতুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইসরাফিল, সাবেক অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম, প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, অধ্যক্ষ হারুন উর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, সেক্রটারী মোতাছিন বিল্লাহ, বাংলাদেশ জামাতে ইসলামী ভোলা সদর উপজেলার আমীর মাওলানা কামাল হোসেন, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এডভোকেট নজরুল হক অনু, সাংবাদিক আহাত চৌধুরী তুহিন, শাহাদাত শাহীন, মাকসুদুর রহমান, নেয়ামউল্লাহ, মোঃ বিল্লাল হোসেন, এম শাহরিয়ার ঝিলন, ইমরান হোসেন, মোঃ বেল্লাল নাফিজ, মমিনুল ইসলাম শিবলু, আব্দুল্লাহ আল নোমান, হারুন শাহ প্রমূখ।
অনুষ্ঠানে তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় হাফেজ মাওলানা বনি আমিন এর কোরআন তেলাওয়াত এর পরে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে বলেন, ভোলা জেলা পুলিশের ইতিহাসের লেখক পুলিশ সুপার মাহিদুজ্জামান এর কারণে ভোলা শান্তি প্রিয় জেলা হিসেবে রয়েছে। ইতোমধ্যে তিনি জনবান্ধন পুলিশ সুপার হিসেবে উপাধি পেয়েছে। তার বদলি জনিত কারণে ভোলা থেকে গেলেও ভোলা জেলা পুলিশের ইতিহাস এই বইর মাধ্যমে অমর হয়ে থাকবে। পরে সবাই লেখকের সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।