চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পাশে হায়দার আলী লেলিন
ইমরান হোসাইন ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে ভোলা সদর উপজেলায় নিহতদের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য হায়দার আলী লেলিনসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। বুধবার দুপুরে জেলার সদর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলীনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ঝান্টুর ছেলে মোঃ ইমন (১৮), ভেলুমিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মোঃ সিদ্দিকের ছেলে মোঃ শাকিল (২৭), ভোলা পৌর নবীপুর এলাকার বাসিন্দা আবু খলিফার সন্তান জসিম উদ্দিন (৪০), পূর্ব ইলিশা ইউনিয়ন ৯নং ওয়ার্ড গুপ্তমুন্সি এলাকার আবদুল মন্নানের ছেলে মোঃ শামিম (৩৫), একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাকসুদুর রহমান ফরাজির ছেলে মোঃ মিরাজ (১৮), পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা হাসিম বয়াতির ছেলে মোঃ মহিউদ্দিন (৩৬), দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা হারুন খা এর ছেলে মোঃ রনি (১৭), একই এলাকার কাঞ্চন মল্লিকের ছেলে মো: আলাউদ্দিন (৫৭) এর বাড়ীতে গিয়ে পরিবারের লোকজনের সাথে সাক্ষাত ও নিহতদের কবর জিয়ারত করেন। পরে নিহতদের পরিবারের খোঁজ খবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, মফিজুল ইসলাম মিলন, বশির হাওলাদার, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প সম্পাদক ইব্রাহিম ভূইয়া সাগরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে পরিবারের সদস্যদের শান্তনা দেয়ার পর তাদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হায়দার আলী লেলিন বলেন, যে কোনো প্রয়োজনে বিএনপি নিহতদের পরিবারের পাশে আছে ও থাকবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে নিহতদের বীরের সম্মান দেয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমাদের ভোলা সদর উপজেলায় ৮ জন নিহত হয়েছেন। আমরা নিহত পরিবারের সাথে দেখা করার চেষ্টা করেছি। নিহত সকলের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফেরাত কামনা করেছি। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে উপহার তুলে দিয়েছি। এ পরিবারগুলোর যে কোনো প্রয়োজনে আমরা পাশে থেকে তাদের সন্তান হারানোর দুঃখ দূর করার চেষ্টা করে যাবো। ভবিষ্যতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই জানান এ কেন্দ্রীয় নেতা।