সর্বশেষঃ

দৌলতখানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে উপজেলা বিএনপি দলীয় অফিসে দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল উপজেলা বিএনপি দলীয় অফিসে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি গোলাম কবির স্বপন, নিজাম উদ্দিন ভূইয়া, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল বশির মেম্বার, সাধারণ সম্পাদক ও ভবানীপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম আযম পলিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুলসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আনন্দে উদ্বেলিত নেতা-কর্মীদের মুহুর মুহুর কর্তালীর মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপি দলীয় অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্য দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিএনপির সহ-সভাপতি গোলাম কবির স্বপন, সহ-সভাপতি আলাউদ্দিন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।