চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৫ হাজার টন
ডেস্ক রিপোর্ট ॥ ভোলায় চলতি অর্থবছরে ইলিশ মাছের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮৫ হাজার টন। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে, গত অর্থবছরের ১ লাখ ৮৪ হাজার টন উৎপাদনের পরিমাণ ছাড়িয়ে যাবে। গত বছরের উৎপাদনের বাজারমূল্য ছিল ৭ থেকে ৮ হাজার কোটি টাকা। স্থানীয় মৎস্য বিভাগ আশাবাদী, এই বছরও ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানিয়েছেন, গত বছর ভোলার ইলিশ উৎপাদন দেশের মোট ইলিশ উৎপাদনের ৩২ শতাংশ ছিল। মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রমের ফলস্বরূপ ইলিশের উৎপাদন প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। এই বছর ইলিশের মৌসুম শুরু হয়ে গেছে এবং জেলার বিভিন্ন নদ-নদী ও সাগর মোহনায় ইলিশ ধরা পড়া শুরু হয়েছে। এজন্য চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ইলিশ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ইলিশ উৎপাদনের এই উজ্জ্বল ভবিষ্যৎ জেলেদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি করেছে। তারা দিন-রাত নদী ও সাগর মোহনায় ইলিশ শিকারে ব্যস্ত সময় কাটাচ্ছে। বিশেষ করে সাগর মোহনায় বেশি ইলিশ ধরা পড়ছে। এতে জেলেরা স্বপ্ন দেখছেন, ইলিশের প্রাচুর্যে তাদের জীবিকা ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।
ভোলার মৎস্য কর্মকর্তা আরও জানান, সাগর মোহনায় ইলিশ বেশি পাওয়া যাচ্ছে। তবে নদীর পানি কম হওয়ায় নদীতে ইলিশ ধরা কঠিন হচ্ছে। আগামী দিনে বৃষ্টিপাত বাড়লে নদীর পানি বৃদ্ধি পাবে, যা নদীতে ইলিশের সরবরাহ বাড়াবে। ফলে গভীর সমুদ্রে ইলিশ আহরণে সক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে। ভোলার ইলিশ দেশের বিভিন্ন অঞ্চল যেমন-হাতিয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ঢাকায় পাঠানো হয়।
ভোলার মৎস্য বিভাগ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে, জাটকা রক্ষা ও মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম, নদী-নালা ও সাগরের জলাশয়ে মাছের বংশবিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো। এ ছাড়া স্থানীয় জেলেদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করে ইলিশ শিকারের কার্যক্রম আরও সফল করতে কাজ করা হচ্ছে।
জানা গেছে, মৎস্য বিভাগের এই উদ্যোগগুলোর ফলস্বরূপ ভোলার ইলিশের উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এ অঞ্চলের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলার মাছচাষিরা আরও প্রশিক্ষণ ও সহায়তা পাচ্ছেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করছে। ভোলার ইলিশের উন্নতি শুধু স্থানীয় অর্থনীতিতে নয় বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভোলার মৎস্য বিভাগের লক্ষ্য শুধু ইলিশ উৎপাদন বাড়ানো নয়, বরং এই মাছের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করে একটি সুস্থ ও সমৃদ্ধ মৎস্য শিল্প গড়ে তোলা। চলতি মৌসুমে ইলিশের উৎপাদনের নতুন উচ্চতায় পৌঁছানোর আশাবাদী মৎস্য বিভাগ, ভবিষ্যতে দেশের মাছ চাষের সম্ভাবনা আরও উজ্জ্বল করে তুলবে।