চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বাতিল ১৫ আগস্টের ছুটি
ডেস্ক রিপোর্ট ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করেছে অন্তবর্তীকালীন সরকার। মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টারাও এতে উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সপরিবারে নিহত হন। ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা শুরু করে। পরে বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসে ২০০২ সালে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে। ছয় বছর পর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্র্বতী সরকার শপথ নেয়।