সর্বশেষঃ

লালমোহনের ডাঃ আজহার উদ্দিন কলেজের একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ করে ছাত্র-ছাত্রীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন উপলক্ষে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুজ জাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মহিবুল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ ফারুক, সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম প্রমূখ। এসময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে নবাগত ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের আজকে নতুন জীবনের সূচনা হলো। আমরা চেষ্টা করি তোমাদের জীবনটি সুন্দর করে গড়ে তুলতে। সেক্ষেত্রে তোমাদের ইচ্ছা মনোবল ও লক্ষ্য অটুট থাকতে হবে। তোমাদের ইচ্ছা মনোবল যদি অটুট থাকে তাহলে তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে। আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।