সর্বশেষঃ

ভোলায় এ্যাপোলো মেডিকেল সেন্টারে সন্ত্রাসী হামলা-লুটপাট

ডেস্ক রিপোর্ট ॥ ভোলায় অ্যাপোলো মেডিকেল সার্ভিস সেন্টারে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় বিভিন্ন মহলের নিন্দা। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে যুঘিরঘোল চত্বরে অবস্থিত এ্যাপোলো মেডিকেল সার্ভিস সেন্টারে গত ৬ তারিখ রাতে সন্ত্রসীরা হামলা চালায়। এতে প্রতিষ্ঠানটির প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি ও প্রায় ১০ লাখ নগদ টাকা লুট হয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোকন বলেন, গত ৬ তারিখ রাতে সন্ত্রসীরা অ্যাপোলো মেডিকেল সার্ভিস সেন্টারে হামলা চালিয়ে লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এতে অন্তত প্রতিষ্ঠানটির ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি ও প্রায় ১০ লাখ নগদ টাকা লুট হয়েছে।
স্থানীয়রা জানান, হামলাকালে সন্ত্রাসিরা নগদ অর্থ লুটপাট করেছে। এই নেক্কার জনক সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় ভোলার সাধারণ মানুষ ও বিভিন্ন মহল তীব্র নিন্দা জানিয়েছেন এবং এসকল সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ভোলার সচেতন মহল। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভোলা জেলা মালিক সমিতির পক্ষ থেকে জেলা বিএনপির আহ্বায়খ গোলাম নবী আলমগীরকে জানানোর পর তিনি বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই, আপনারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করবো।


এ ব্যাপারে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজান পাটোয়ারী জানান, আমরা জানতে পেরেছি এ্যাপোলো মেডিকেল সেন্টারে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিষ্ঠান বা মালিক সমিতির পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ বা লিখিতভাবে কোন অভিযোগ করেনি, যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে আমরা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।