চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় জেলা প্রশাসকের সাথে ফুলকুঁড়ি নেতৃবৃন্দের মতবিনিময়
ডেস্ক রিপোর্ট ॥ ভোলা জেলার চলমান পারিপার্শ্বিক পরিস্থিতি মোকাবিলায় শিশুদের করনীয় সম্পর্কে ভোলা জেলা প্রশাসকের সাথে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ভোলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ আগষ্ট) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামান।
সংগঠনটির পক্ষ থেকে প্রশাসককে জানানো হয় ভোলা জেলায় সকল ধরনের সহিংসতাকে নিরুৎসাহিত করা সহ ক্ষুব্ধ ছাত্র-জনতার ক্ষোভের আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ অপসারন, ট্রাফিক কন্ট্রোলিং, পরিচ্ছন্নতা অভিযান সহ সংস্কার মুলক নানা বিধ কার্যক্রম হাতে নিয়েছে শিশুদের এই সংগঠনটি। “পাড়ায় পাড়ায় ফুলকুঁড়ি এসো সবাই দেশ গড়” এই স্লোগানকে প্রতিপাদ্য করে সংগঠনটির ভোলা শাখা সপ্তাহ ব্যাপী নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের ঘোসনা দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সংগঠক জাবেদ মাহমুদ ফিরোজ, ভোলা শাখার পরিচালক মুহাম্মদ সাফওয়ান সহ জেলা শাখার নেতৃবৃন্দ। অন্যদিকে ভোলা শাখার সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর শিশু-কিশোর সহ সর্বস্তরের সাধারণ মানুষকে শান্ত থেকে দেশ ও জাতীর কল্যানে যার যার অবস্থান থেকে দায়িত্ত্বশীল ভুমিকা বজায় রাখার আহ্বান জানান।