সর্বশেষঃ

ভোলায় জামায়াতের শোকরানা সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার এক দফা দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শোকরানা সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা। ভোলা শহরের সদর রোডে কে জাহান মার্কেটের সামনে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামের আমীর মাস্টার জাকির হোসাইন।
বুধবার (৭ আগস্ট) বিকাল ৪ টায় শহরের কে-জাহান মার্কেট এর সামনে সদর রোড জুড়ে জামায়াতে ইসলামীর এ শোকরিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়। শোকরিয়া সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারী মাওলানা হারুন-অর-রশিদ, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কামাল হোসেন, ভোলা জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আহম্মেদ হোসাইন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জসিম উদ্দীন, জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখার সেক্রেটারি রুহুল আমিন, জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আব্দুল গাফফার, ব্যবসায়ী নেতা রফিকুল হাসান সহ প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে সরকার নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। স্বৈরাচারী সরকারের পতনে দেশজুড়ে উৎসব বিরাজ করছে। মানুষ আনন্দে রাস্তায় নেমে এসেছে। সাধারণ মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। বক্তারা আরো বলেন, এই বিজয় ছাত্রজনতার। ছাত্রজনতা এগিয়ে আসায় স্বৈরাচারী সরকারের পতন সম্ভব হয়েছে। দেশ অভিশাপ থেকে মুক্ত হয়েছে। ছাত্রজনতার রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল বলেই আমরা এই বিজয় পেয়েছি। শহীদদের আত্মত্যাগ ভুলা যাবে না। এই বিজয়ে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এছাড়া বিজয়ের পর বিজয়ের আনন্দকে ধরে রাখতে কারোর উপর কোনো প্রতিশোধ না নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়। এই বিজয়কে যাতে কোন দুষ্কৃতিকারী প্রশ্নবিদ্ধ না করতে পারে সেজন্য সংখ্যালঘু সহ সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও ধর্মীয় উপাসনা গুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জামায়াত শিবিরের সকল শ্রেণীর নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।