চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় গুলিতে নিহত জসিমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার ॥ ভোলায় গুলিতে নিহত জসিমের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। গত ৪ আগস্ট বেলা একটার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষের সময় জসিম গুলিবিদ্ধ হয়ে মারা যান। দীর্ঘদিন তিনি নতুন বাজার ছাতা মেরামতের কাজ করতেন।
তার পরিবারের আসহায়ত্বের কথা ভেবে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তার পরিবারের পাশে দাঁড়ায়। চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলাম। চেক গ্রহন করেন মৃত জসিমের স্ত্রী নারগিছ বেগম। তার সাথে ছিলেন জসিমের দুই মেয়ে ও এক ছেলে।