চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জামিনে মুক্ত হলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আকবর আকন
ডেস্ক রিপোর্ট ॥ কোটা আন্দোলন সমর্থন করায় গত ২১ জুলাই জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আকবর আকনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর তাকে বিষেশ ক্ষমতা আইনে জেলে পাঠিয়ে সেলবন্দী করে রাখে। এ সময় তার উপর অমানবিক নির্যাতন করা হয়। জেলের অমানবিক ও মানবেতর জীবন মুক্তি পেয়েছেন তিনি। গতকাল বুধবার তাকে জামিন দেয়া হয়।
কারামুক্ত হওয়ায় তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আকবর আকন জেলা স্বেচ্ছাসেবক দলের সকল সদস্যকের কৃতজ্ঞতা জানিয়েছেন।