লালমোহন প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন প্রেসক্লাবের নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পূর্বের কমিটির মেয়াদউত্তীর্ণ হওয়ায় জরুরি সভায় প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে ২১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত এ আহ্বায়ক কমিটিতে প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল আজিজ শাহীনকে আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়। এ কমিটিতে আরো ১৯জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। নতুন এ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, সাংবাদিকদের হারানো ঐতিহ্য ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনা হবে। এছাড়া সাংবাদিকরা ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তা করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।