চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহন প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন প্রেসক্লাবের নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পূর্বের কমিটির মেয়াদউত্তীর্ণ হওয়ায় জরুরি সভায় প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে ২১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত এ আহ্বায়ক কমিটিতে প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল আজিজ শাহীনকে আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়। এ কমিটিতে আরো ১৯জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। নতুন এ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, সাংবাদিকদের হারানো ঐতিহ্য ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনা হবে। এছাড়া সাংবাদিকরা ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তা করা হবে।