চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলার দক্ষিণ দিঘলতে রূপালী ব্যাংকের মর্গেজ দেওয়া সম্পত্তি লুট-পাট
ডেস্ক রিপোর্ট ॥ ভোলার দক্ষিণ দিঘলদী ইউপির ৩নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়া এলাকায় রূপালী ব্যাংকের মর্গেজ দেওয়া সম্পত্তিতে সাইনবোর্ড ভেঙ্গে মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সন্ত্রাসীরা সোমবার (৫ আগষ্ট) দুপুরে এ মাছ লুট করে নিয়ে যায়। এ সকল সন্ত্রাসীদের কাজই হচ্ছে চুরি, ডাকাতি এবং লুট-পাট করা। তারা কোন দলের নয়। যাদের বিরুদ্ধে মাছ লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে তারা হলেন- ১। শাহে আলম, পিতা- রুস্তম আলী। ২। আকবর, পিতা-আবুল কাশেম। ৩। খোকন, পিতা-শাহে আলম। ৪। হেলাল, পিতা-আবুল কাশেম। ৫। জসিম, পিতা-আকবর। ৬। আলামিন ও এমরান, পিতা-ইউসুফ।
মর্গেজিয় সম্পত্তির মৌজা-দক্ষিণ বালিয়া, জেএল নং-৯৬, তৌজি-৩০, এসএ খতিয়ান নং-৮৯১, ৮৯২, ৮৯৩, ৩৩১ খতিয়ান-১১৩৯, ১১৪৪, দাগ নং-২২১২, ২২১৩, ২২১৮, ২২২১, ২২৩৭, ২৫৩৮, ২২২০, ২২৩৬, ২৬৮১, ২৭৭১, ২৫৪০, ২৬৮৭।
জমির প্রকৃতি মালিক মোঃ আমির হোসেন জানান, এ জমিটি নিয়ে আদালতের মাধ্যমে আমি ২বার রায় পেয়েছি। সাবেক ওসি এনায়েত হোসেনও আমার পক্ষে রায় দিয়েছেন। স্থানীয় চেয়ারম্যানও আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু এই সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে আমার ক্ষতি করে আসছে। গতকাল দুপুরে হঠাৎ আমার এই বন্দকীয় জমিতে ব্যাংকের ঝোলানো সাইনবোর্ড ভেঙ্গে পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা। আমি প্রশাসনের কাছে এই অন্যায়ের বিচার দাবী করছি।