হানিয়ার মৃত্যুতে ইরানে ৩ দিনের শোক

নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়

ডেস্ক রিপোর্ট ॥ তেহরানে হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে বর্বর ইসরাইলি বাহিনী। সৌদি গণমাধ্যম আল হাদাৎ বিভিন্ন উৎস থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানিয়েছে, বুধবার রাতে তেহরানে হানিয়ার ব্যক্তিগত বাসভবনে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে এই হামাস নেতাকে হত্যা করা হয়েছে।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে ক্ষেপণাস্ত্রটি হানিয়া যে ভবনে ছিলেন সেখানে আঘাত হানে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র ফারস নিউজকে জানিয়েছেন, হানিয়া উত্তর তেহরানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এক আবাসিক এলাকায় ছিলেন আর সেখানে ‘আকাশ থেকে আসা একটি অস্ত্রের আঘাতে’ নিহত হয়েছেন।
বুধবার টেলিগ্রামে এক বিবৃতিতে হামাস বলেছে, ‘ভাই, নেতা, মুজাহিদ ও আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া তেহরানে তার সদর দপ্তরে একটি জায়নবাদী হামলায় নিহত হয়েছেন। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে হামাস বলেছে, এই হত্যাকা- বিনা জবাবে থাকবে না। ইসরায়েল অবশ্যই হত্যার সমুচিত জবাব দেওয়া হবে। এবিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে হামাস রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর রিপোর্টগুলো তারা দেখেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।
হানিয়া হত্যা নিয়ে ইসরাইল মন্তব্য না করলেও এর আগে তারা ইরানের পারমাণবিক প্রকল্পের শীর্ষ বিজ্ঞানীদের চোরাগোপ্তা হামলা চালিয়ে হত্যা করেছিল। ২০২১ সালে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে এ ধরনের এক হামলায় হত্যা করেছিল ইসরাইল।

হানিয়ার মৃত্যুতে ইরানে তিন দিনের শোক : হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। হানিয়ার মৃত্যুতে দেশটিতে তিনদিন শোক পালন করা হবে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন, অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকারকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হচ্ছে এবং ইরান মনে করে হামাস নেতার রক্তের প্রতিশোধ নেওয়া একটি কর্তব্য। বুধবার রাতে তেহরানে হানিয়ার ব্যক্তিগত বাসভবনে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে এই হামাস নেতাকে হত্যা করা হয়।
এক বিবৃতিতে খামেনি বলেন, সাহসী ও বিশিষ্ট ফিলিস্তিনি মুজাহিদিন নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতে প্রতিরোধ ফ্রন্ট শোকে মুহ্যমান। অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আমাদের গৃহে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদের শোকাহত করেছে, কিন্তু এরসঙ্গে তারা নিজেদের জন্য কঠোর শাস্তির ক্ষেত্রও প্রস্তুত করেছে। খামেনি বলেন, শহীদ হানিয়া তার মূল্যবান জীবন বহু বছর সম্মানজনক সংগ্রামের ময়দানে নিজের হাতে তুলে নিয়ে শাহাদাতের জন্য প্রস্তুত ছিলেন। আর এই পথেই তিনি তার সন্তান ও জনগণকে উৎসর্গ করেছিলেন। তিনি আল্লাহর পথে শহীদ হতে এবং আল্লাহর বান্দাদের রক্ষা করতে ভয় পাননি। কিন্তু আমরা আমাদের অঞ্চলে ঘটে যাওয়া এই তিক্ত ও কঠিন ঘটনায় তার রক্তের প্রতিশোধ নেওয়া আমাদের কর্তব্য বলে মনে করি। তিনি আরও বলেন, আমি সমবেদনা জানাচ্ছি মুসলিম উম্মাহর প্রতি, প্রতিরোধ ফ্রন্টের প্রতি, ফিলিস্তিনের সাহসী ও গর্বিত জাতির প্রতি এবং বিশেষ করে শহীদ হানিয়া ও তার সঙ্গে শহীদ হওয়া তার এক সঙ্গীর পরিবার ও বেঁচে যাওয়াদের প্রতি। আর আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তাদের মর্যাদা বৃদ্ধি করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।