কোটা সংস্কার শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে ভোলায় ইসলামী আন্দোলনের গণমিছিল

আশরাফুল আলম সজিব ॥ ভোলায় কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকার দলীয় সন্ত্রাসী এ পুলিশ বাহিনীর হামলা এবং গুলী করে নিরীহ ছাত্র হত্যা ও ছাত্রীদের লাঞ্ছিত কারার প্রতিবাদে ভোলায় গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামি আন্দোলন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল পৌনে ৫টায় শহরের কালীনাথ বাজার হাটখোলা মসজিদ প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে গণমিছিল বের হয়।
ভোলা ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাও. আতাউর রহমান মোমতাজী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাও. তরিকুল ইসলাম, যুগ্ম সেক্রেটারি মুফতি মাও. আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক মাও. ইউসূফ আদনান, ভোলা সদর উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি মাও. আব্দুর রব ও ভোলা পৌর সভাপতি মাও. আখতার হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, আজ কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীরা সারাদেশে আন্দোলন করছে। ছাত্রদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাতে শুধু কোটা সংস্কার নয়, আন্দোলনের মাধ্যমে ছাত্র হত্যার বিচার না করে তারা ঘরে ফিরবেনা। তারা আরো বলেন, এ দেশের ছাত্ররা কোটা সংস্কারের দাবীতে আন্দোলনে নেমেছে, তারা কিভাবে রাজাকার হয় ? আজ সরকার ক্ষমতার মোহে ভাল-মন্দ বিচার করার খেই হাড়িয়ে ফেলেছে। শুধু কোটা সংস্কার নয়, গোটা দেশটাই সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন তারা। সভা শেষে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা গণমিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার গিয়ে শেষ হয়।