সর্বশেষঃ

ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিব বালক ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা গোল্ডকাপের উদ্বোধন

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকাল ৩টায় ভোলা সরকারী স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় ভার্চুয়ালে যুক্ত হয়ে এ খেলার উদ্বোধন করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম,

ভোলা সদর থানার ওসি মিজানুর রহমান, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাসহ প্রশাসন, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় মোকাবেলা করে বাপ্তা ইউপি বনাম আলীনগর ইউপি। এ খেলায় বাপ্তা ইউপি ৩-০ গোলে আলীনগর ইউপিকে হারিয়ে বিজয়ী হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।