মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে দৌলতখানে সংবাদ সম্মেলন
ভোলায় ৩৯ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

মেসকাত আহাম্মেদ ৷৷ ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮’শ পিচ ইয়াবাসহ আলাউদ্দিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ । রবিবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৪টায় উপজেলার হাকিম উদ্দিন চৌরাস্তায় যাত্রীবাহী একটি অটোতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সুপার কর্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। আটককৃত আলাউদ্দিন লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ জানান, রবিবার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম’র দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মো. জব্বারুল ইসলামের সার্বিক তত্বাবধানে এসআই মো. সিজার হেসেন সঙ্গীয় এএসআই মো. হেলালুর রহমান, কনস্টেবল আলফি আল হাসান ও মো. আশিকুর রহমান এবং ড্রাইভার সাইফুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ দল বোরহানউদ্দিন থানার টবগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ হাকিম উদ্দিন বেড়ীবাঁধ সংলগ্ন চৌরাস্তার উপর চেকপোস্টে ডিউটি করাকালীন যাত্রীবাহী একটি অটোতে তল্লাশি অভিযান পরিচালনা করে মো. আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিনকে আটক করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।