ভোলায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কর্তৃক মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কৃতকার্য গরিব ও মেধাবি শিক্ষার্থীদের ২য় দফায় বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে সংস্থার হল রুমে শিক্ষার্থীদের মাঝে ১২ হাজার টাকা করে বৃত্তির চেক বিতরণ করেন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। এ সময় বক্তব্য রাখেন পরিচালক মাইক্রেফিন্যান্স হুমায়ুন কবীর, পরিচালক কর্মসূচী এডভোকেট বিথী ইসলাম, পরিচালক হিসাব এন্ড অর্থ মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানে ১১ জন শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে ১ লক্ষ ৩২ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।