সর্বশেষঃ

এমপি মুকুল আমাদের নতুন পৃথিবী দিয়েছেন

রোমানুল ইসলাম সোহেব ॥ দিনের পর দিন ঝুপড়ি ঘরে অনাহারে দিন কাটে ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ফজলুর রহমান, জরিনা ও সকিনার। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সংকট থেকে পরিবারটি বের হতে পারছিলো না।
বাবা-মা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। ছয় ভাই বোনের মধ্যে তিনজনই জন্ম থেকে অন্ধ। বয়সের ভারে ভিক্ষাবৃত্তিও করতে পারেন না তারা। এমন খবর পেয়ে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এই অসহায় পরিবারটির জন্য ব্যাক্তিগত উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই করে দেন। দৃষ্টিনন্দন সেমিপাকা ঘরটি পেয়ে হাঁসি ফুটেছে পরিবারে। এমনকি প্রতি মাসে এমপি তোফায়েল আহমেদ ফাউন্ডেশন থেকে দেওয়া হবে ৫ হাজার টাকা। সোমবার (৮ জুলাই) তাদের এই স্বপ্নের নীড়ের শুভ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
তিন প্রতিবন্ধি ভাই-বোন স্বপ্নের নীড় পেয়ে তারা বলছেন, এমপি মুকুল শুধু ঘর করে দেন নাই, তাদের জন্য নতুন একটি পৃথিবী সৃষ্টি করে দিয়েছেন। তারা এমপি মুকুলকে দোয়া করেন। এ বিষয় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, পরিবারটি দীর্ঘদিন ধরে মানবেতর জীবন-যাপন করছিলো। তাই তাদের থাকার জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে একটি সেমিপাকা ঘর করে দেই এবং প্রতি মাসে তাদেরকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ সময় চরখলিফা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম হোসেন ওমি চৌধুরী উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।