দৌলতখানে নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

শাহীন কাদের/ইয়ামিন হোসেন ॥ ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগরে জোরপূর্বক জমি দখলে নিয়ে ঘর উত্তোলন করার অভিযোগ উঠেছে ভূমিদস্যু মিজান, শাহীন গংদের বিরুদ্ধে। উত্তর জয়নগর ১নং ওয়ার্ডের চৌকিদার বাড়ীতে গত ৬ই জুলাই এ ঘটনা ঘটে। অভিযুক্তরা ওই এলাকার আবু তাহের মিয়ার ছেলে।
সরজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ ৪০/৫০ বছর রফিকুল ইসলাম এ জমি ভোগদখল করে আসছে। হঠাৎ স্থানীয় ভূমিদস্যু মিজান ও শাহীন এখানে জমি পাবে বলে জোরপূর্বক ঘর উত্তোলন করার চেষ্টা করেন। ভুক্তভোগী রফিকুল ইসলাম এর ছেলে ইসমাইল এমন খবর পেয়ে ভোলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করে নিষেধাজ্ঞা জারি করেন। যার নং ৪১১/২৪। ওই নিষেধাজ্ঞা পাওয়ার পরেও অমান্য করে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে জোরপূর্বক ঘর উত্তোলন করেন মিজান ও শাহীন।
ভুক্তভোগী শিক্ষক ইসমাইল হোসেন বলেন, আমার বাবা দীর্ঘ ৪০/৫০ বছর এ জমি ভোগদখল করে আসছে। হঠাৎ আমাদের বাড়ীর আবু তাহের মিয়ার ছেলে মিজান ও শাহীন জোরপূর্বক জমি দখলে নিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলন করেছে। আমরা নিষেধাজ্ঞা জারি করেছি এবং দৌলতখান থানাকে অবহিত করার পর পুলিশ এসে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়ে গেছে। ওই নির্দেশ অমান্য করেও তারা ঘরের কাজ করে যাচ্ছে। ইসমাইল হোসেন আরো বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই নিষেধাজ্ঞা জারি করেছি, দৌলতখান থানাকে অবহিত করেছি কিন্তু কোন উপকার পাইনি। আমরা দলিলের বাহিরে যেতে চাই না।
অভিযুক্ত মিজান ও শাহীনের উত্তোলন করা ঘরে গিয়ে দেখা যায় মিজানের স্ত্রী জান্নাতসহ আরো কয়েকজন নারী বসে আড্ডা দিচ্ছে। এ প্রতিবেদক ঘর উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমার ফুফু শাশুড়ী জলেখা থেকে আমরা জমি ক্রয় করেছি। সেই সূত্রে ঘর উত্তোলন করেছি। আপনার স্বামী (মিজান) কোথায় আছে ? এমন প্রশ্নে তিনি বলেন আমি জানিনা।
তবে জলেখা বেগম বলেন, আমি বিক্রি করেছি ৩ শতাংশ, কিন্তু মিজানরা লিখে নিয়েছে ৪ শতাংশ। তা ছাড়া আমি বিক্রি করেছি মিজানের বাবার ভিটায়, বাগানে না। এ বিষয়ে দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল বলেন, কোর্টের কাগজ পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পরবর্তীতে যদি কোন ঝামেলা হয় অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।