গাঁজা নিয়ে এইচএসসি’র হলে পরীক্ষার্থী !

ডেস্ক রিপোর্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে মুঠোফোন, নকলের চিরকুট ও গাঁজা নিয়ে হলে প্রবেশ করায় ৩ পরীক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল ওই ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেন। এদের মধ্যে পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের এক শিক্ষার্থীর কাছে নকল এবং গাঁজা পাওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার।
কেন্দ্রসচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। এক শিক্ষার্থী হলে মাদক নিয়ে প্রবেশ করে, যা অন্যায়। তাকে ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুই শিক্ষার্থীকে নকলে দায়ে বহিষ্কার করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট, মুঠোফোন নিয়ে প্রবেশ করায় দুজনকে বহিষ্কার ও একজনকে গাঁজাসহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।