পৌর মেয়র তুহিনের বিরুদ্ধে মামলার তদন্তে লালমোহনে বিভাগীয় দুদক টিম

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে দূর্নিতীর অভিযোগে হওয়া মামলার তদন্তে লালমোহনে এসেছেন দুদক টিম। বুধবার (৩রা জুলাই) দুদকের বরিশাল বিভাগীয় একটি টিম সকালে লালমোহন পৌছে মামলার আসামী মেয়র তুহিনের শ্যালক রিয়াজকে নিয়ে জনতা ও উত্তরা ব্যাংকে যান। রিয়াজের লাইসেন্সে কাজ করার নামে অর্থ লোপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন দুদক টিম।
তবে অপর একটি সূত্র জানায়, মুলত মামলার তদন্তে তাদের ব্যাংক হিসেব যাচাই বাছাই করতে লালমোহনে আসেন দুদক টিম। উল্লেখ্য, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে অর্থ লোপাট, দূর্নিতী অনিয়ম স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের জন্য এর পূর্বেও কয়েক দফা তদন্তে লালমোহনে আসে বরিশাল বিভাগীয় দুদক টিম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।