ভোলায় ৭ কর্মকর্তা-কর্মচারী পেলেন শুদ্ধাচার পুরস্কার

মেসকাত আহাম্মেদ : ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়ে, কর্মক্ষেত্রে অসামান্য অবদান এবং শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে ভোলা জেলা প্রশাসন কার্যালয়ের আয়োজনে শুদ্ধাচার পুরস্কার- ২০২৪ প্রদান করা হয়েছে । রবিবার (৩০ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার -২০২৪ প্রদান অনুষ্ঠানে ভোলার ৭ জন কর্মকর্তা-কর্মচারীকে এই সম্মাননায় ভূষিত করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন । জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন । উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন ভোলা সদরের নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ও চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মূহিত । জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে সম্মানিত হয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মিনহাজ উদ্দিন ও পরিচ্ছন্নতা কর্মী মো. ফিরোজ আহমেদ । উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে এ সম্মাননা পেয়েছেন দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার মুদ্রাক্ষরিক ওবায়দুল কাদের ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা প্রহরী রঘুনাথ দে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।