লালমোহনে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও সম্মাননা

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করায় ৬ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক বায়েজিদ বাপ্পা তালুকদারের সঞ্চালনায় এ সময় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোসা. আকলিমা বেগম এবং শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহে আলমসহ অন্যান্য শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।