লালমোহনের কালমা ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষণা

স্টাফ রিপোর্টার, লালামোহন : ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সারাদেশের ১৬১টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই (বৃহস্পতিবার), যাচাই-বাছাই ৫ জুলাই (শুক্রবার), প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই (বুধবার), প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১১ জুলাই (বৃহস্পতিবার) ও ২৭ জুলাই (শনিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গতবছরের ১৫ জুন কালমা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আকতার হোসেন নির্বাচিত হন। পরে সদ্য অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করার লক্ষ্যে চলতি বছরের ১ মে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আকতার হোসেন। ফলে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।