ভোলা সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

মেসকাত আহাম্মেদ ॥ ভোলা সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২ টায় ‘যুব রেডক্রিসেন্ট, ভোলা সরকারি কলেজ টিমের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর।
এসময় কলেজের একাডেমিক ভবনের চারপাশ, শহীদ মিনার চত্বর, কলেজ পুকুরের চারিদিকসহ বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। একইসাথে কলেজে আগত জনসাধারণের মাঝে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়।
এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্যাহ স্বপন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও যুব রেডক্রিসেন্ট ভোলা সরকারি কলেজ টিমের সম্পাদক মো. জামাল উদ্দীন, দলনেতা (ভারপ্রাপ্ত) মো. তাওহীদসহ টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।