চরফ্যাশনে শিশু আবু সাঈদ হত্যার মুল ঘাতক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ভোলার চরফ্যাশন উপজেলায় টমটমচাপায় মো. আবু সাঈদ নামে ৯ বছরের এক শিশু মৃত্যুর পর মাটিতে পুঁতে রাখা চালক রুহুল আমিন ওরফে ভুট্টুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ফকির হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে শশীভূষণ থানার এসআই গোফরান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত টমটম চালক মো. রুহুল আমিন ওরফে ভুট্টু উপজেলার রসুলপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের নজির মোল্লার ছেলে।
এসআই গোফরান জানান, বুধবার সকাল ৯টার দিকে রসুলপুর ইউনিয়ন চৌমুহনী বাজার সংলগ্ন সড়কে টমটমের চাপায় আবু সাঈদ নামে এক শিশুর মৃত্যু হয়। এরপর তার লাশ মাটিচাপা দিয়ে পালিয়ে যান চালক রুহুল আমিন। শিশুটির পরিবার বেশ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজি করে ওইদিন বিকেল ৪টার দিকে বাড়ির পাশে একটি খাদে তার জুতা ভাসতে দেখে মাটির নিচ থেকে মাটিচাপা অবস্থায় শিশু আবু সাঈদের লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, এ ঘটনায় নিহত ওই শিশুর পরিবারের পক্ষ থেকে শশীভূষণ থানায় চালক রুহুল আমিনের বিরুদ্ধে মামলা করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাত ১টার দিকে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।