ভোলা সদর উপজেলার নর্ব-নির্বাচিত চেয়ারম্যানদের বরণ ও প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

ইয়ামিন হোসেন ৷৷ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের বরণ ও প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ভাইস চেয়ারম্যান এস এম আলী নেওয়াজ পলাশ,মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী,পূর্ব ইলিশা ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন,পশ্চিম ইলিশা চেয়ারম্যান জহিরুল ইসলাম, বাপ্তা ইউনিয়ন চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব,ধনিয়া চেয়ারম্যান ইমদাদুল হক কবির,আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান বশির আহমেদ, ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, ভেলুমিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুস সালাম মাষ্টার, চরসামাইয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন মাতাব্বর,উত্তর দিঘলদী ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত হোসেন মুনসুর।

এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জনপ্রতিনিধি গণ তাদের ইউনিয়নের সমস্যা ও সফলতার বিষয়ে উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা বরাবর উপস্থাপন করেন। এছাড়াও প্রত্যেক বিভাগের কর্মকর্তাগণ তাদের বিভাগের  অগ্রগতি এবং সমস্যার বিষয়ে অবগত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।