ভোলায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের বিভিন্ন আইজিএ পরিদর্শন করলেন দাতা সংস্থা ইফাদ প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার ॥ ভেলায় পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের গ্রামীণ জন উন্নয়ন সংস্থা পরিচালিত বিভিন্ন আইজিএ পরিদর্শন করলেন আন্তর্জাতিক দাতা সংস্থা ইফাদ এর একটি বিশেষ প্রতিনিধি দল। সকালে সদর উপজেলার ইলিশায় মাও শিশু ফোরাম, পিভিসি, কিশোরী ক্লাবসহ বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইফাদ প্রতিনিধি অ্যাম্বরা কায়োডে গ্যালিনা, লাক্সমি কৃষ্ণান, কায়োডি ফ্যাগবেমী।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রতিনিধি তানজিনা সুর জিনিয়া, শাহরিয়ার হায়দার, অভিজিৎ কুমার দাস, ড, ফারুক উল আলম, এবিএম কাওসার আহমেদ ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, সংস্থার হিসাব এন্ড অর্থ মোঃ মোস্তফা কামাল, মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন সংস্থার সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু। এ সময় প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।