ভোলার লঞ্চঘাটে চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার ৷৷ ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট, লঞ্চঘাটসহ ভোলার সকল ঘাটের চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। ২৫জুন বিকালে ইলিশা মডেল কলেজের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইলিশা ফেরিঘাট চাঁদাবাজদের আঁকড়ায় পরিণত হয়েছে। পণ্যবাহী ড্রাইভারদের জিম্মি করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। যার কোন রিছিট দেওয়া হয়না। অচিরেই এ চাঁদাবাজি বন্ধে ভোলা সদর আসনের এমপি আলহাজ্ব তোফায়েল আহমেদ ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আরাফাত, জাকির হাজারীসহ অনেকে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।