বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার : এমপি শাওন

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে শিক্ষা ব্যবস্থান উন্নতি হয়। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা বাড়িতে বসে এখন কলেজে পড়াশুনার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদেরকে ভালোভাবে পড়াশুনা করতে হবে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকতে হবে। বুধবার সকালে প্রথমে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ এবং লালমেহান করিমুনন্নেছা হাফিজ মহিলা কলেজের ২০২৪ সালে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ফারজানা চৌধুরী রতœা, গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল জলিল, করিমুনন্নেছা হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্বাছ উদ্দিন, উপাধ্যক্ষ মিজানুর রহমান লিপু, আওয়ামীলগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদারসহ বিভিন্ন নেতাকর্মী, কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।