ভোলায় রাসেল ভাইপারের দংশনের শিকার এক কৃষক

ভোলার বাণী ডেস্ক : ভোলায় বিষাক্ত রাসেল ভাইপারের দংশনের শিকার হয়েছেন এক কৃষক। শুক্রবার (২১ জুন) বিকাল ৫টার দিকে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তার নাম মোঃ আফিজল বয়াতি। বর্তমানে ওই কৃষক ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানাগেছে, সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষক মোঃ আফিজল বয়াতি শুক্রবার বিকাল ৫টার দিকে মাঠে গিয়েছিলেন ঘাস কাটতে। এসময় বিষাক্ত রাসেল ভাইর তাকে দংশন করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে এবং আফিজলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পল্লী চিকিৎসক এরশাদ।

এ বিষয়ে ভোলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: আবু আহমেদ ভোলার বাণীকে জানান, সদর উপজেলার দক্ষিণ দিঘলদী থেকে এক লোক এসেছেন তাকে কিছু একটায় কামরিয়েছে। তবে সাপে দংশন করেছে এমন লক্ষণ এখন (রাত ৮: ৪০) মিনিট পর্যন্ত প্রকাশ পায়নি। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। তিনি আরো বলেন, ভোলা যেহেতু নদীমাতৃক এলাকা, তাই সকলকে সচেতন থাকতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।