আজ বাবা দিবস

ডেস্ক রিপোর্ট ॥ প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার পালিত হয় বাবা দিবস। সেই হিসাবে এবারের বাবা দিবস আজ ১৬ জুন। আজ ‘ছুটির দিনে’ বাবাদের শ্রদ্ধা জানাবে। এ বছর বাবাদিবস উপলখ্যে মুক্তি পাচ্ছে সামিনা সালামের লেখা ও সুরে গান “বাবা তুমি আমার”। সকল দর্শক ও শ্রোতা গানটি দেখতে পাবেন সামিনা সালামের ব্যাক্তিগত ইউটিউব চ্যানেল, সামিনাস ক্রিয়েটিভ ওয়ারল্ডে। ফুয়াদ নাসের বাবুর কম্পোজিশনে এই গানে কন্ঠ দিয়েছেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজা ও রফিকুল আলম। এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মাসুম বাশার শাকিলা পারভিন, রবিউল রুদ্র এবং গৃহী। নির্দেশনা দিয়েছেন, আহমেদ সুস্ময়। ক্যামেরায় ছিলেন, হসেইন আরমান। গান ও মিজিক ভিডিওর প্রযোজক সামিনা সালাম। এডিটিং মাযাহার রনি। নির্দেশকের সহকারি মিন্টু সাকিব পোস্ট প্রোডাকশন এইট এন্ড হাফ প্রোডাকশন লিমিটেড। স্থিরচিত্র বিজয়, ব্যাকগ্রাউন্ড ভয়েস পুজা, অডিও ডাবিং শান্ত শান এবং সামিনা সালাম এই কাজে বিশেষ ধন্যবাদ জানিয়াছেন নুৎফা এবং ফারহান চৌধুরীকে। গানটি ১৩ই জুন চ্যানেল আইতে সম্প্রচার করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।