শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি শাওন

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলার লালমোহনে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (ভিজিএফ চাল) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ ভবনে চাল বিতরণের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। ঈদ আসলে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী। এসময় কালমা ইউনিয়নের ০৯টি ওয়ার্ডের ১৫৫০জন দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন পঞ্চায়েত, কালমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডে ইউপি সদস্যসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।