ভোলায় মাধ্যমিকে অকুপেশনাল স্কিল কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলায় মাধ্যমিকে পর্যায়ে নতুন কারিকুলামে ৫দিন ব্যাপি অকুপেশনাল স্কিল কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। ভোলা ভোলা সরকারি স্কুলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ।
শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতির দায়িত্ব পালন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রকিবুল হাসান। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়াত শিক্ষকদের স্মরণে মিলাদ ও দোয়া মুনাজাত করা হয়। মিলাদ পরিচালনা করেন মোঃ মনিরুল ইসলাম। ১০৪ জন প্রশিক্ষণার্থীদের দুটি কক্ষে বিভক্ত করে সেসন পরিচালনা করা হয়। প্রথম কক্ষের প্রশিক্ষক ছিলেন ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মোঃ মনিরুল ইসলাম ও ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজির উদ্দিন। অপর কক্ষের প্রশিক্ষক ছিলেন চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুর রহমান। প্রশিক্ষণ শেষে সকলকে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।