বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল জব্বার আর নেই ॥ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল জব্বার আর নেই। রবিবার (৯ জুন) বিকাল ৪টায় ভোলা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার (১০ জুন) সকাল ১০টায় ভোলা পৌরসভার গাজীপুর রোডস্থ শাহাবুদ্দিন মিয়া মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমকে দাফন করা হবে। মরহুম বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল জব্বার গাজীরপুর রোডস্থ শাহাবুদ্দিন মিয়া মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা আলহাজ্ব কাজী আবদুল করিম এর ছেলে। কাজী আবদুল জব্বার দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী আবদুল জব্বার এর মৃত্যুতে ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযাদ্ধা এম এ তাহের, জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, দৈনিক ভোলার বাণী সম্পাদক মু মাকসুদুর রহমান, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।