সর্বশেষঃ

ভোলায় কাবাডি প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় ভোলা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৬ স্কুল ছাত্রদের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকাল ৩ টায় ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।
কাবাডি প্রতিযোগিতায় ৫ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় রানার ট্রপি গ্রহন করেন। সাতার প্রশিক্ষণে ৩০ জনের মধ্যে সনদ বিতরণ করা হয়। খেলা পরিচালনা করেন নূর হোসেন, পলাশ এবং কামাল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।