ভোলায় মাছের সাথে এ কেমন শক্রতা ?

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এক ব্যবসায়ীর কয়েক লক্ষ টাকার মাছ বিষক্রিয়া ব্যবহার করে নষ্ট করার অভিযোগ উঠেছে শাহে আলম গংয়ের বিরুদ্ধে। গতকাল দক্ষিণদিঘলদী ঘোষের হাওলা এলাকায় এই ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পুকুরে ভাসছে বিভিন্ন প্রজাতির মাছ। অনেক মাছ ধরে নিয়ে গেছে শাহে আলম গংরা। ঘটনা সূত্রে জানা যায়, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সু-পরিচিতো ব্যবসায়ী আলহাজ্ব আমির হোসেন খাঁন এর সাথে দীর্ঘ বছর রুস্তম আলীর ছেলে শাহে আলম,অত্র এলাকার আকবর,খোকন,ইউসুফ,নিজাম এর সাথে বিরোধ চলে আসছে। আমির হোসেন এর নিজস্ব জমি ভোগদখলে নিতে নানা চক্রান্ত করে যাচ্ছে শাহে আলম গংরা। ২০১৭ সালে একই কায়দায় ১৬ লক্ষ টাকার মাছ বিষক্রিয়ায় নষ্ট করেছে এ শাহে আলম গংরা যাহা বরিশালের দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় ২৬ মার্চ ২০১৭ সালে প্রকাশিত হয়।


আমির হোসেন জানান, শাহে আলম গংরা আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে ওই টাকা না দেওয়ায় আমার প্রায় ১০/১৫ লক্ষ টাকার মাছ নষ্ট করেছে আবার শতাধিক মেহগনি গাছ কেটে ফেলেছে এ চক্র। একই কায়দায় ২০১৭ সালেও মাছ মেরেছে শাহে আলম গংরা। তিনি আরো জানান, আমি স্থানীয় ভাবে বারবার ফয়সালা চেয়েও ব্যর্থ হয়েছি। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি বলেও জানান তিনি। এ বিষয়ে অভিযুক্ত শাহে আলম গংদের বাড়ীতে গিয়েও তাদের কাউকে পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।