ভোলাকে আধুনিক ও স্মার্ট উপজেলায় রূপান্তরিত করতে চাই : মোহাম্মদ ইউনুস

ভোলার বাণী রিপোর্ট ॥ সদ্য অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বলেন, প্রথমেই আমি মহান আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা জানাই। তারপর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ভোলার অভিভাবক তোফায়েল আহমেদসহ ভোলা সদর উপজেলাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। এছাড়াও ভোলা সদর উপজেলাবাসী যারা আমাকে সমর্থন জানিয়েছে তাদের কাছে আমি ঋণী, তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু তারা আমাকে সুযোগ করে দিয়েছেন; তাই আমি ভোলার যে পর্যাপ্ত যে গ্যাস, বিদ্যুৎ রয়েছে তা দিয়ে এখানে শিল্পাঞ্চলে রূপান্তরিত করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। বুধবার (২২ মে) সকালে জেলা নির্বাচন অফিসের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শেষে এক পতিক্রিয়ায় তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, ভোলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই। আমি শিক্ষা, স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই। এছাড়া ভোলার মানুষের যে স্বপ্ন “ভোলা-বরিশাল ব্রীজ” নির্মাণ সেটা বাস্তবায়নের জন্যও কাজ করতে চাই। আমি ভোলার মানুষের পাশে থাকব। আমি ভোলা সদর উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলায় রূপান্তরিত করবো, এ জন্য আপনারা আমাকে সকল প্রকার সহযোগিতা করবেন এটা আমার বিশ্বাস। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলী নেওয়াজ পলাশসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।